|
---|
নিজস্ব প্রতিবেদক:- ইতিহাসের জীবন্ত দলিল মালদহর গৌর, সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বহু নিদর্শন! গৌড় বাংলার এককালীন রাজধানী এবং বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবতী বা লখনৌতি নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ মালদহ জেলায় এবং খানিকটা অংশ রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শহরটির অবস্থান ছিল গঙ্গানদীর পূর্ব পাড়ে, মালদহর ১২ কিমি দক্ষিণে। তবে গঙ্গানদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে।