|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : বছরের শুরুতেই জে ডব্লিউ মেরিওট হোটেলে প্রকাশিত হয়ে গেল তানবির কাজি’র প্রথম কাব্যগ্রন্থ “এক কাপ কফি”। প্রকাশ করলেন “রসগোল্লা” খ্যাত পরিচালক পাভেল।
নিজের শিক্ষকের হাতে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হওয়াতে তিনি খুব খুশি এবং আনন্দিত। পরিচালক পাভেল বলেন,আমি আশাকরি সবার ভালো লাগবে এক কাপ কফির স্বাদ।