|
---|
দেবজিৎ মুখার্জি: “বঞ্চনা নয়, আইনেই আটকে গিয়েছে বাংলার শ্রমিকদের কাজের অর্থ” সোমবার সকাল থেকে এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করে বাংলার জন্য কেন্দ্রীয় বরাদ্দের খতিয়ান তুলে ধরেছেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং।
এদিন সকাল থেকে এক্স হ্যান্ডলে একের পর এক পোস্টে প্রতিটি কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য বরাদ্দের খতিয়ান তুলে ধরেছেন মন্ত্রী গিরিরাজ সিং। শুধু তাই নয়, বরাদ্দ নিয়ে ইউপিএ আমলের সঙ্গে এনডিএ-র তুলনাও করেছেন তিনি। প্রকল্পের নামবদলে ‘দুর্নীতি’ নিয়ে পালটা চাপ দেওয়া হয়েছে কেন্দ্র এবং বিজেপির তরফে। গিরিরাজের অভিযোগ, আবাস যোজনায় বরাদ্দ ঘর পেয়ে গিয়েছেন অযোগ্যরা। তাহলে কেন বঞ্চনার অভিযোগ উঠছে?