মুহূর্তে পৌঁছানো যাবে গঙ্গাসাগরে! ডায়মন্ড হারবারে চালু হল ক্রজ পরিষেবা

বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা : গঙ্গাসাগর যাত্রায় ডায়মন্ড হারবারে চালু হল ক্রজ পরিষেবা।রাজ্য সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে।পর্যটকদের কাছে এবার আরও আকর্ষণীয় হয়ে উঠবে গঙ্গাসাগর। পর্যটন তথা সব তীর্থ বারবার -গঙ্গাসাগর একবার”- দূরত্বটা অনেকটাই তবে পৌঁছতে সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা – কার্যত হাতের মুঠোয় গঙ্গাসাগর। পর্যটকদের কাছে পর্যটনকে আরও আকর্ষণীয় করতেই রাজ্য সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর –হুগলী নদীর বক্ষে চালু বিলাসবহুল ক্রুজ পরিষেবা। ট্রায়াল রান শেষ হওয়ার পর এদিন সোমবার থেকেই চালু হয়েছে পরিষেবা। কোথা থেকেই বা ছাড়বে বিলাসবহুল এই ক্রুজ ।ক্রুজের ভাড়া কত

    সময়সীমা কি থাকছে,

    সূত্রের খবর , শুক্র , শনি ও রবিবার – আপাতত সপ্তাহে তিন দিন ডায়মন্ড হারবার পোর্ট ট্রাষ্টের জেটি থেকে ছাড়বে এই ক্রুজ। প্রায় দেড়শো জন যাত্রীবহনে সক্ষম এই ক্রুজ রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত দুটি কেবিন। হুগলী নদীর বুক চিরে মাত্র দেড় ঘণ্টা সময়ের ব্যবধানে সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটে পৌঁছে যাবে ‘অসপ্রে ওয়াটার ওয়েজ’সংস্থার দায়িত্বে থাকা বিলাসবহুল এই ক্রুজ। আবার ফিরবে একই পথে।

    অনলাইন ও অফলাইনে – টিকিট কাটার ক্ষেত্রে থাকছে দুই-ই ব্যবস্থা

    প্রিমিয়াম এবং ইকোনমিক ক্লাস – টিকিটের মূল্য মাত্র ৩৯৮ টাকা ও ৩৪৮ টাকা

    পর্যটকদের জন্য ফিরে আসার টিকিটে রয়েছে ৫০ টাকা ছাড়ের সুবিধা

    এতদিন ছিল কলকাতা থেকে গঙ্গাসাগর ,এবার নয়া সংযোজন ডায়মন্ড হারবার। সড়কপথে যানজটের ভিড় এড়াতে বিলাসবহুল কেবিন সম্বলিত বিলাসবহুল ক্রুজে গঙ্গাসাগর ভ্রমণ – শারদীয়ার প্রাক্কালে পর্যটকদের আরও আকর্ষণীয় পর্যটন ব্যবস্থা উপহার দিতেই এমন উদ্যেগ। মনে সুপ্ত ইচ্ছা থাকলেও অনেকেই যেতে পারেন না – তবে এবার নদীর বুক চিরে হুগলী নদীর দুই পাড়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এমন সুযোগ – পর্যটকদের মনের অন্তরে নয়া অভিজ্ঞতার সঞ্চার করবে ,সেটা বলাই যায়। পর্যটন ব্যবসার সাথে গঙ্গাসাগরের ঐতিহ্য কে আরও মনোমুগ্ধকর করতে গঙ্গাসাগরের শ্রীবৃদ্ধি ঘটাতে এমনি উদ্যোগ গ্রহণ।