|
---|
সেখ সামসুদ্দিন, ২ অক্টোবর : রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন ষষ্ঠ রাজ্য কমিটির ডাকে সমস্ত গ্রামীণ চিকিৎসকদের ‘গ্রামীণ চিকিৎসক’ হিসাবে প্রশিক্ষণ ও সরকারি স্বীকৃতির দাবিতে ‘মালদা চলো’ কর্মসূচিতে বাইক র্যালি। রুরাল মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন তথা আরএমপিএ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বাস্থ্যের অন্যতম অবলম্বন অথচ রাষ্ট্রের চোখে বেআইনি। দেশের ৫০ থেকে ৭০ শতাংশ মানুষকে প্রাথমিক ও তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে এই স্বাস্থ্যকর্মীরা স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে। তারা সরকারি স্বীকৃতির দাবিতে সংগঠনের ডাকে ২ অক্টোবর থেকে ৩ অক্টোবর দ্বিতীয় জনসংযোগ কর্মসূচিতে বাইক র্যালি করে জেলার গ্রামীণ চিকিৎসকসহ সাধারণ মানুষের কাছে তাদের দাবিতে পাশে থাকার আহ্বান জানান। হুগলি জেলা থেকে র্যালি বের করে তারকেশ্বরতারকেশ্বর, জামালপুর, মেমারি, কাটোয়া হয়ে আগামীকাল মালদা পৌঁছাবে এবং ওখানে একটি বড় সভা করে সরকারের কাছে বার্তা দেবে বলে জানান সংগঠনের রাজ্য নেতৃত্ব। এই র্যালি আজ সকাল দশটায় মেমারি শহর অতিক্রমকালে চকদিঘী মোড়ে কৃষ্টির সামনে দেড় শতাধিক বাইক র্যালিতে অংশগ্রহণকারী সদস্যদের চন্দনের ফোঁটা ও পুষ্প দিয়ে অভর্থনা জানান। মেমারিতে সংগঠনের জেলা সম্পাদিকা কল্যাণী রায় সহ স্বপন চৌধুরী, আমজাদ মন্ডল, আতিয়ার রহমান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।