|
---|
নিজস্ব সংবাদদাতা :জমে উঠেছে এ্যাসেজ , অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের সমানে সমানে টক্কর চলছে। মোট পাঁচটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন চালকের আসনে ছিল ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৯৩ রান ৮ উইকেট ডিক্লেয়ার ঘোষণা করে দেয়। শত রান করে দলের ইনিংসকে সুবিধা জনক জায়গায় পৌঁছে দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রুট। তবে দ্বিতীয় দিনের শেষে ওয়াসমান খোয়াজার ব্যাট অস্ট্রেলিয়াকে ভরসা যোগাচ্ছে। আগের দিনে ১৪ রানে বিনা উইকেট নিয়ে খেলতে নেমে কিছুটা চাপে ছিল অস্ট্রেলিয়া, ৬৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর পরিস্থিতি সামাল দেন খোয়াজা। তিনি অপরাজিতা রয়েছেন ১১২ রানে দ্বিতীয় দিনের শেষে। অস্ট্রেলিয়ার রান দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত ২৬৪ রানে ৫ উইকেট। তৃতীয় দিনে অস্ট্রেলিয়া কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে সেটাই এখন দেখার।