স্বাধীনতা দিবসের আগে পাঠানকোট জেলায় বিএসএফের গুলিতে মৃত্যু পাক জঙ্গির

দেবজিৎ মুখার্জি: স্বাধীনতা দিবসের আগে কাশ্মীরে বড়ো সাফল্য পেলো ভারতীয় নিরাপত্তা বাহিনী। পাঠানকোট জেলার সিম্বল সাকোল গ্রামে সীমান্তে বিএসএফের গুলিতে নিকেশ এক পাকিস্তানি জঙ্গি। যদিও তার পরিচয় সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি।

     

    জানা গিয়েছে, ১৪ আগস্ট রাত সাড়ে বারোটা নাগাদ নিয়ন্ত্রণ রেখা বরাবর সেই মৃত জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে আসতে থাকে থাকে ওই ব্যক্তি। বিএসএফ জওয়ানরা সতর্ক করা সত্যেও সে ক্রমশই ভারতে ঢোকার চেষ্টা করতে থাকে। বাধ্য হয়েই গুলি চালানো হয় এবং তাতেই তার মৃত্যু হয়।