|
---|
শিলিগুড়ি: দিনের পর দিন ফাকা হয়ে থাকছে অফিস।সকাল সাড়ে দশটার সময়ও শিলিগুড়ি পুরসভায় নেই কর্মীরা।কর্পরেশনে বেলা সাড়ে দশটার সময় নেই কোন কর্মচারীরা।এমনকি জরুরী বিষয়ে দেখবার লোকও নেই।কারো কাছে জানতে চাওয়া হলে বলা হয় এগারোটা না বাজলে আসবেন না কেউই।পুরসভার নীচে এবং উপরে Clarkical ঘরগুলো একেবারে ফাকা।বহুদিন পরে শিলিগুড়ি পুরসভাতে তৃণমূল এসেছে।নীচে বোতাম টিপে কর্মচারীদের attendence নেওয়া হচ্ছে।সেখানেও অফিস ফাকা,নেই জন্ম মৃত্যুর বিভাগের লোক,নেই জলের বিভাগের বিভিন্ন লোক নেই,নেই নীচের attendence নেবার লোক।
এই খবর প্রথমে গৌতম দেব এবং খুব সম্ভবত মুখ্যমন্ত্রীর কানে পৌছে যায়।তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশ আসবে এবং সেটা যে খুব কড়াই হবে এটা জেনেই পরদিন থেকে বদলিয়ে যায় শিলিগুড়ি পুরসভার চেহারা।কোন যাদুমন্ত্রে পরদিন দশটা বাজার সাথে সাথেই লোকজন দশটার মধ্যে ঢুকতে শুরু করেন অফিসে।24ঘন্টার মধ্যে এই পরিবর্তনে অবাক অনেকেই।তবে সাধারন মানুষ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কানে পৌছাবার আগেই নিজেদের শুধরে নিল শিলিগুড়ি পুরসভা।