|
---|
মইদুল ইসলাম, মুরারই –
বীরভূম জেলার শেষপ্রান্তে অবস্থিত মুরারই। মুরারই এর মাঝ বরারর চলে গেছে রেলপথ। এই শহরের মাঝ বরারর রেলপথের উপর রেল কর্তৃপক্ষ রেলগেটের ব্যবস্থা করেছে, যাতে কোন দূর্ঘটনা না ঘটে। কিন্তু বাস্তবে দেখা যায় উল্টোচিত্র। রেলগেট পড়ে থাকা অবস্থায় বাইক গুলো রেলগেটের নিচ দিয়ে বের করে অবাধে চলাচল করছে, সব দেখেও রেল প্রশাসন নির্বিকার। এর ফলে যে কোন বড় রকমের দূর্ঘটনা ঘটে যেতে পারে। তখন হইত ব্যবস্থা নিতে বাধ্য হবে রেল।
কয়েকজন যাত্রীর কথায়, রেলগেট দীর্ঘসময় বন্ধ থাকে, কখনো কখনো ৩, ৪ টি ট্রেন পার করে রেলগেট উঠায়, এর ফলে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট দাড়িয়ে থাকতে হয়। তাই বাধ্য হয়ে আমরা এই ভাবে ঝুকি নিয়ে পার হয়। এই সমস্যা সমাধানের জন্য অনেকে রেলপথের উপর দিয়ে উড়াল পুলের দাবী জানিয়েছে।এখন দেখা যাক রেল প্রশাসন কিছু ব্যবস্থা নেয় কিনা।