জাতীয় সংবিধান দিবসে লোক আদালত সিউড়ী ও বোলপুরে

নিজস্ব সংবাদদাতা, সিউড়ী: শুক্রবার জাতীয় সংবিধান দিবস উপলক্ষে বীরভূমের সিউড়ী ও বোলপুর আদালত চত্বরে অনুষ্টিত হয় লোক আদালত। সিউড়ীর ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিসে বসে লোক আদালত। সেখানে জেলার একাধিক এলাকার মানুষের বিবাদের নিষ্পত্তি হয়। অন্যদিকে বোলপুর আদালত চত্বরে বিকেলে বসে লোক আদালতের বেঞ্চ। লোক আদালতের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারক (অবসর প্রাপ্ত) শ্রী তপন দাস, সদস্যা বোলপুর কোর্টের আইনজীবী শ্রীমতি নুপুর দত্ত ব্যানার্জ্জী। লোক আদালতের মাধ্যমে বোলপুরে মোট ২০৪ টি মামলার নিষ্পত্তি হয় ও বিভিন্ন মামলার নিষ্পত্তি করে ফাইন হিসেবে পাঁচ হাজার টাকা সংগ্রহ হয় বলে জানিয়েছেন বোলপুর মহকুমা লিগ্যাল সার্ভিসেস কমিটির পক্ষে অর্কপ্রভ সিনহা।

    এদিন, ২৬ নভেম্বর ছিলো জাতীয় সংবিধান দিবস। সেই উপলক্ষ্যে আইনী পরিষেবা কতৃপক্ষের ব্যাবস্হাপনায় রামপুরহাট কোর্টেও বসে লোক আদালতের বিশেষ বেঞ্চ। সেখানেও বহু মামলার নিষ্পত্তি হয়। উল্লেখ্য, জাতীয় সংবিধান দিবস পালন করা হয় বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফেও। জেলার বিভিন্ন প্রান্তে পার্শ্ব আইনী সহায়করা গ্রামাঞ্চলের সাধারন মানুষদের নিয়ে সংবিধান দিবস পালন করেন। সংবিধান সাধারন মানুষ কে কি কি সুবিধা দিয়েছে। সাধারন মানুষ জাতীয়, রাজ্য ও জেলা থেকে মহকুমা স্তরে কিভাবে বিনামূল্যে আইনী সহায়তা পেতে পারেন সে সব বিষয় সাধারনের মধ্যেও পৌছে দেওয়া হয়।