|
---|
সর্বভারতীয় স্তরে পুরস্কৃত কবি স্বপন কুমার নাথ “সর্বভারতীয় স্তরে পুরস্কৃত হলেন নদিয়া জেলার বিশিষ্ট কবি ও শিক্ষক স্বপন কুমার নাথ। চেন্নাইতে আয়োজিত ইউ. জি. সি অ্যাফিলিয়েটেড “ক্রিটিকস্পেস লিটারেচার এওয়ার্ডে” পুরষ্কৃত হলেন তিনি । এই এওয়ার্ডের জন্য কবিতা, নাটক, গল্প সহ মোট দশটি বিভাগ ছিল। কবিতা বিভাগে কবি স্বপন কুমার নাথের লেখা ইংরেজি কাব্যগ্রন্থ ” দ্য পোয়েট্রি অফ আর্থ ” সহ মোট একশো জন কবির কাব্যগ্রন্থ মনোনীত হয়। তার মধ্যে কবি স্বপন কুমার নাথ কবিতা বিভাগে বিজয়ী হোন। গত ১৫ই জানুয়ারী দিল্লিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী কবি সাহিত্যিকদের হাতে পুরষ্কার তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কথা মাথায় রেখে এক ভার্চুয়াল সভার মাধ্যমে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ও পুরষ্কার ডাক মারফত পৌঁছে দেওয়া হয়। কবি স্বপন কুমার নাথ তার ভালোলাগার কথা বলতে গিয়ে বলেছেন— ” কবিতা একজন কবির মনের অন্তরের বহিঃপ্রকাশ যা পাঠকের মনকেও ছুঁয়ে যায় “।
ঠিকানা—–
গ্রাম- ধাপাড়িয়া
পোস্ট – ম্যাচপোতা
থানা – নাকাশিপাড়া
জেলা – নদিয়া
পিন নং -৭৪১১২৪
Call & Whatsapp: 9064985107