বিরল প্রজাতির ক্যাঙ্গারু সহ দুজনকে গ্রেপ্তার পুলিশের

নতুন গতি নিউজ ডেস্ক: যখন পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছিলেন গোটা পৃথিবীর দায়িত্ব মানুষের উপর দায়িত্ব অর্পণ করেছিলেন। পৃথিবীর মধ্যে যত জীব আছে মানুষ সব থেকে শ্রেষ্ঠ।

    কিন্তু বর্তমান কালে দেখা যাচ্ছে বাকি জীবজন্তুদের দেখভাল করা তো দূর অস্ত , উল্টে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছে। হরিণ শিকার করে মাংস খাচ্ছে, আবার কখনো কখনো চিতাবাঘ শিকার করে তার মাংস রান্না করে খেয়ে নিজের উদর পরিপূর্ণ করছে।

    শনিবার আসাম বাংলা বাড়িবিসা সীমান্ত থেকে সংশ্লিষ্ট এলাকার পুলিশ বিরল প্রজাতির ক্যাঙ্গারু সহ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত দুই ব্যক্তি হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশের একটি খালি ট্রাকে ক্যাঙ্গারু টিকে খাঁচা বন্দি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বাড়িবিসা থানার ওসি নয়ন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তদন্ত চালিয়ে পুলিশ জানতে পেরেছে তারা ক্যাঙ্গারুটিকে বিদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।