|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ১৭ই আগস্ট ২০২০ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানাতে, ১লা সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালন করা হবে পুলিশ দিবস। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক ১লা সেপ্টেম্বর এই দিনটিকে পুলিশ দিবস হিসাবে ঘোষণার পর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় পুলিশ দিবস পালন। বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে কুলতলী জয়নগর বকুলতলা মৈপিঠ কোস্টাল সহ একাধিক থানায় পালিত হল পুলিশ দিবস।আজ ১লা সেপ্টেম্বর কুলতলী থানার পক্ষ থেকে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হল। কুলতলী থানার আই সি অর্ধেন্দুর শেখর দে সরকার এর নেতৃত্বে কুলতলীর একাধিক পুলিশ কর্মীকে দেখা গেল এই পুলিশ দিবসে অংশগ্রহণ করতে। কুলতলী থানার একাধিক পুলিশ কর্মী তাদের সঙ্গে ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদেরকে দেখা মিলল, সারিবদ্ধ হয়ে জাতীয় পতাকা তোলার মাধ্যমে এই দিবসের শুভ সূচনা করেন কুলতলীর আইসি অর্ধেন্দুশেখর দে সরকার এমনি ভাবে এই দিনটিকে স্মরণ করার বিশেষ বার্তা দিলেন আই সি। মৈপিঠ কোস্টাল থানার ওসি মধুসূদন পাল কে দেখা গেল সহকর্মী দের বিশেষ বার্তা দিতে। বকুলতলা থানার ওসি তাপস মন্ডল কেও, জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জিকে দেখা গেল পুলিশ কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে। জয়নগরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় নামক সংগঠনকে বেশ কয়েকটি থানা এলাকায় ফুল মিষ্টি বিতরণ করতে, সাথে সাথে পুলিশ আধিকারিকদের সাথে সৌজন্য বিনিময় করতে। এই দিনকে বিশেষভাবে স্মরণ করতে জয়নগর পৌরসভা এলাকায় বর্ণাঢ্য র্যালিতে দেখা গেল কয়েকশো স্কুল পড়ুয়াদেরকে। ১লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সর্বত্র পালিত হলো পুলিশ দিবস।