নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা : নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশনের মাধ্যমে খুনের ঘটনায় বৃদ্ধের গাড়ি চালককে (Car driver) গ্রেফতার করেছে তদন্তকারীরা।

    ধৃতকে (Car driver) জেরা করে খুনের কারণ সম্পর্কে পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ধৃত যুবক বৃদ্ধের গাড়ির চালক। তাঁর বিএম ডব্লিউ গাড়ি নিয়ে দিঘা বেড়াতে যেতে চেয়েছিল সে। পুলিশি জেরায় ধৃত গাড়ির চালক জানিয়েছে, রাজি না হওয়াতেই বৃদ্ধকে খুন করে সে গাড়ি নিয়ে গিয়েছিল। এই বিষয়ে আরও জেরার জন্য ধৃতকে শনিবার আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিতে চান তদন্তকারীরা।

    গত ২০ সেপ্টেম্বর নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় ৭২ বছরের কল্যাণ ভট্টাচার্যের পচাগলা দেহ উদ্ধার করেছিল পুলিশ। বাইরে থেকে তালাবন্ধ বাগান বাড়ি। এমনকী ঘরের ভিতরের মূল্যবান সামগ্রীও অক্ষত। তদন্তে নেমে খুনের কারণ নিয়ে রীতিমতো ধন্দে পড়তে হয়েছিল পুলিশ কর্তাদের।

    প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল সম্পত্তিগত বিবাদের জেরেই খুন করা হয়ে থাকতে পারে ওই বৃদ্ধকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পেশায় গাড়ি ব্যবসায়ী কল্যাণবাবু একাই থাকতেন বাগান বাড়িতে। আত্মীয় সজ্জনের অনেকেই থাকেন বিদেশে। কয়েকজন আত্মীয় থাকেন সল্টলেকে।গত মঙ্গলবার তাঁরা কল্যাণবাবুকে ফোনে না পেয়ে বুধবার তাঁর খোঁজে নাগেরবাজারের নয়াপট্টির বাগান বাড়িতে আসেন। দেখেন বাইরে থেকে তালাবন্ধ ঘর। অথচ ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দরজা ভেঙে পচা, গলা দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছিল, সেদিন রাতে কল্যাণবাবুর বাড়ির খোঁজ করছিল এক যুবক। তাকে পাচিল টপকে বাড়ির ভেতরেও ঢুকতে দেখেছিলেন এলাকার কয়েকজন। বাসিন্দারা পুলিশকে জানিয়েছিলেন, ওই বৃদ্ধ একাই থাকতেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনও মেলামেশা করতেন না।

    সূত্রের খবর, রহস্য উদঘাটনে এরপরই সেদিন সন্ধেয় বৃদ্ধের ঘরের টাওয়ার লোকেশনে অন্য কোনও মোবাইল সিগনেল রয়েছে কী না দেখা হয়। সেই সূত্রেই শুক্রবার রাতে বৃদ্ধের গাড়ির চালককে আটক করে পুলিশ। টানা জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত চালক পুলিশকে জানায়- বৃদ্ধের একাধিক গাড়ি রয়েছে। তারই একটি সে চালাতো। বৃদ্ধের বিএমডব্লিউ গাড়ি নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সে। বৃদ্ধ তাতে রাজি হয়নি। এই নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরই বৃদ্ধকে খুনের ছক কষে সে।

    ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে শনিবার ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ।