|
---|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : দুষণমুক্ত কলকাতা তৈরী করার ক্ষেত্রে কিছুটা ইতিবাচক পদক্ষেপ গ্রহন করল রাজ্য সরকার। বিধানসভা এস্টিমেট কমিটি কলকাতার রাস্তায় আরো বেশ কিছু ইলেকট্রিক বাস তথা ই বাস নামানোর সুপারিশ করেছে। কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস নামানোর ব্যাপারে সুপারিশ করা হয়েছিল তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নেতৃত্বে ২০ সদস্যের কমিটি তরফ থেকে।
কলকাতা শহর বাড়ছে দুষণ ।তবে সময়ের সঙ্গে কিছুটা পরিস্থিতি বদলাচ্ছে। আগের মত কালো ধোঁয়া খুব কম দেখতে পাওয়া যায়। পুরোনো আমলের বাসের তুলনায় এই ইলেকট্রিক বাস কিছু পরিবেশ বান্ধব। সেই ক্ষেত্রে দুষণ তুলনামূলকভাবে অনেকটা কম হয়। জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। তাই এই ইলেকট্রিক বাস চালানো কিছুটা হলেও সাশ্রয়ের।
তবে মূল ব্যাপার হল এই বাস চালানোর ক্ষেত্রে চার্জিং স্টেশন থাকাটা খুব জরুরী। বাসগুলিকে নিয়মিতভাবেই চার্জ করতে হয়। ২০১৯ সালে কলকাতার বুকে প্রথম এই ধরনের বাস নামানো হয়েছিল। সময়ের সাথে সাথে এই ইলেকট্রিক বাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে, নতুন করে রাজ্য সরকার আরো ১১০০ টি ই-বাস নামানোর ব্যাপারে পরিকল্পনা নিচ্ছে। উল্লেখ্য সাধারণ বাসগুলিকে ই-বাসে রূপান্তরিত করা যায় কি না সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।