|
---|
সাকিব হাসান,সোনারপুর: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে পেট্রোল ডিজেলের মূল্য না কমানোর জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করলেন সোনারপুর দক্ষিণ, বিজেপি ২ নং মন্ডলের রাজপুর সোনারপুর ২২ ও ২৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে। এদিন সোনারপর এটলাস পেট্রোল পাম্পে এই বিক্ষোভ দেখান তারা। উক্ত কর্মসূচিতে সোনাপুর দক্ষিণ-এর বিজেপির ২ নং মন্ডল সভাপতি তমাল চৌধুরী বলেন ডিজেল ও পেট্রোলের মূল্যবৃদ্ধির জন্য মানুষ অসহায় হয়ে পড়েছিল এবং সেই কথা মাথায় রেখে আমাদের কেন্দ্রীয় সরকার ডিজেল ও পেট্রোলের দাম কমান। এবং সেই পথে হেঁটে আমাদের ভারতের ২২ টি রাজ্য যে রাজ্য সরকারের কাছ থেকে তেলের জন্য তারা যে মূল্য পায় সেখান থেকে তারা কিছু না কিছু কমিয়েছে, এমনকি উত্তর প্রদেশ ও আসামসহ বিভিন্ন রাজ্যে তেলের দাম কমিয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে আকাশ ছোঁয়া তেলের মূল্য নিচ্ছে, এই রক্তচোষা তৃণমূল সরকারের যে শোষণ নীতি, এই শোষণ নীতি সারা পশ্চিমবাংলা ব্যাপি অব্যাহত। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তেলের মূল্য রাজ্য সরকার কমাবে না। এখানে একটা জিনিস দাঁড়ায় যে তৃণমূল সরকার শুধু ভোটের জন্যই মানুষকে ভিক্ষা দেন। তাই এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।