|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সঠিক সময়ে বেতন, ইপিএফ, বকেয়া গ্রাচুইটি মেটানো সহ ১৪ দফা দাবি নিয়ে শুক্রবার সিউড়ি পৌরসভায় বিক্ষোভে ফেটে পড়েন সিউড়ি পৌরসভার পৌর কর্মচারীরা। এদিন তারা বিক্ষোভ শুরু করেন তৃণমূল পরিচালিত সংগঠন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারীদের ফেডারেশনের পক্ষ থেকে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় তাদের এই সকল দাবি-দাওয়া না মিটলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা এবং অচল করে দেওয়া হবে পরিষেবা।
বিক্ষোভরত কর্মচারীদের অভিযোগ, মাসে সঠিক সময়ে পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন পান না। এছাড়াও অস্থায়ী কর্মীদের ইপিএফ-এর টাকা কাটা হয় না। পাশাপাশি অস্থায়ী পৌর কর্মচারীরা কেউ মারা গেলে একদিন যে ছুটি দেওয়ার নিয়ম রয়েছে তাও করা হয় না। এছাড়াও যেসকল অস্থায়ী কর্মচারীরা এখানে কাজ করেন তাদের কোনো বৈধ নিয়োগপত্র নেই। পাশাপাশি স্থায়ী কর্মচারীদের ৮০ লক্ষ টাকার এলআইসি প্রিমিয়াম জমা দেওয়া বাকি রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতেই এদিন তারা বিক্ষোভ দেখান সিউড়ি পৌরসভায়। তাদের বিক্ষোভ মূলত এই পৌরসভার ফিনান্স অফিসারের বিরুদ্ধে।
বিক্ষোভ দেখানোর পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক আশীষ দে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, \”আমাদের এই সকল দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এখানকার ফিনান্স অফিসারকে একটি স্মারকলিপি জমা দিলাম। এই সকল দাবি-দাওয়া যদি মেনে না নেওয়া হয় তাহলে কাজকর্ম সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া হবে। আগে আমাদের পেটের ভাত।\” স্মারকলিপি জমা দেওয়া এবং এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার ফিনান্স অফিসার শ্রীকান্ত বিশ্বাস জানিয়েছেন, \”কর্মচারীদের কিছু পাওনা গন্ডা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চান। এই বিষয়ে আমি আগে তাদের সঙ্গে বসে কথা বলার পর সিদ্ধান্তের বিষয়ে জানাবো।\”