কলকাতায় শিক্ষাঙ্গনে নক্কারজনক হামলার তীব্র ভাষায় নিন্দা করলেন আহলে সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক আব্বাস সিদ্দিকী

আবু সালেহ মুসা, বারাসাত: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আজ কলকাতায় শিক্ষাঙ্গনে যে ভাবে ধ্বংসাত্মক আন্দোলন করেছে রাজনৈতিক দূষ্কৃতিরা তার তীব্র ভাষায় নিন্দা করেন।
সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেন, যে বাংলার একটা নিজস্ব শিক্ষা, সংষ্কৃতি ও ঐতিহ্য আছে এবং এই বাংলা সারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান। এই বাংলায় বহু স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের পবিত্র জন্মভূমি ও কর্মভূমি। বাংলা সর্বদা দেশকে ঐক্যবদ্ধ করতে এবং দেশকে প্রগতীর উচ্চ শিখরে পৌঁছতে সাহায্য করেছে কিন্তু তিনি আক্ষেপ করে বলেন সেই সোনার বাংলায় , মনীষীদের বাংলায় দূষ্কৃতিদের তান্ডবে সব ঐতিহ্য ভেঙে চূরমার। তিনি প্রশাসনের নিকট আবেদন করেন যে বা যারা উক্ত নক্করজনক কর্মকান্ড ঘটিয়েছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আগামীতে কোন দূষ্কৃতি আমাদের শিক্ষাঙ্গনে আঘাত হানতে না পারে।