|
---|
গঙ্গা ভাঙনের স্থানী সমাধানের দাবিতে ৩৪ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: দিনের পর দিন বেড়েই চলেছে গঙ্গা ভাঙন, ভাঙনের কারণে ঘর ছাড়া হতে হয়েছে শত শত পরিবারকে, ঘর ছাড়া হওয়ার পরও তাদের জন্য কোনো রকম ব্যবস্থা করছে না সরকার বা প্রশাসন, তাদের খাবার জোগাড় করাও মুস্কিল হয়ে যাচ্ছে। শনিবার সামসেরগঞ্জ থানার প্রাতাবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লহোরপুরের নতুন শিবপুর গ্রামের বেশ কিছু অংশ গঙ্গা ভাঙনে তলিয়ে যায়। ঘর ছাড়া হয়ে যায় শত শত পরিবার। তাদের অভিযোগ সরকার কোনও রকম ব্যবস্থা নিতে রাজি না তাই জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাম বাসিরা।
এদিন সামসেরগঞ্জ থানার বাসুদেব পুরের ৩৪ নাম্বার জাতীয় সড়ক কে অবরোধ করে দেই শত শত গ্রামবাসী। রাস্তায় শুরু করে দেই বিক্ষোভ। তাদের দাবি গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান বের করতে হবে। আমাদের বাড়ি ঘর জমি জায়গা সব নদীতে তলিয়ে গেছে দুই বেলা খাবার জোগাড় করতে পারছি না। এদিনের বিক্ষোভের কারণে ব্যাপক চাঞ্চল্য ছড়াই সামসেরগঞ্জের বাসুদেব পুড়ে। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের কারণে প্রচন্ড জ্যাম সৃষ্টি হয় ৩৪ নাম্বার জাতীয় সড়কে। পরবর্তিতে সামসেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।