|
---|
নতুন গতি প্রতিবেদক : পুজোর সময়কালীন দিনগুলিতে করোনা সতর্কতা নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে সামাজিক সংগঠনের জোট করে এগিয়ে এল ইউনিসেফ ও কাশা। বর্তমানে করোনার প্রকোপ কমে এলেও এই মহামারীকে রুখতে সাবধানতা মেনে চলাই একমাত্র পথ। স্বাস্থ্য বিধি না মেনে চললেই বাড়বে বিপদ, তাই সাধারন মানুষদের সচেতন করে তুলতেই এর আয়োজন বলে জানান কোলকাতায় এই কর্মসূচীর উদ্যোক্তা সংগঠন WE ARE THE COMMON PEOPLE এর সাধারণ সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত। রাজ্য জুড়ে করোনা সম্পর্কিত সতর্কতা প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে মাস্কের ব্যবহারে উৎসাহিত করবার প্রচেষ্টা চালাচ্ছেন প্রচার অভিযানের স্বেচ্ছাসেবকরা।