|
---|
সংবাদদাতাঃ ১৪ডিসেম্বর,শুক্রবার, পূর্ব বর্ধমান শাখার বিজয় সম্মিলীনি ২০১৮ অনুষ্ঠানে রাজ্য সরকারের এর প্রোগ্রেসিভ ডক্টরস এ্যাসোসিশন এ চিকিৎসা রত্ন সম্মানে সম্মনিত হয় ডাঃ বিপ্লব চ্যাটার্জি মহাশয়, বর্ধমান মেডিকেল কলেজ অডিটোরিয়াম হলে৷ ভালো চিকিৎসক ও সমাজের অনেক মানুষের শেবায় নিজেকে নিয়জিত রাখেন এবং ফ্রী চিকিৎসা ক্যাম্প করেন বিভিন্ন অনুষ্ঠানে ৷ তিনি এই সম্মাননা পেয়ে সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন৷