|
---|
আজিম শেখ,নতুন গতি, রামপুরহাটঃমুখ্যমন্ত্রীর পর এবার রাজ্যের তৃনমূল যুব সভাপতি, সংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের যুব তৃনমূলের কর্মীরা নিজ নিজ এলাকায় প্রতিটি পাড়ায় মানুষের সমস্যা শুনবেন। রাজ্য যুব সভাপতি র নির্দেশে বীরভুমের সমস্ত এলাকায় কাজ শুরু করা হয় আজ থেকে। রামপুরহাট শহর যুব সভাপতি ওয়াসিম আলী ভিক্টর আজ দলীয় সদর কার্যালয়ে আজ থেকেই দিদিকে বলো অনুষ্ঠানে র সুচনা করেন। উপস্থিত ছিলেন শহর তৃনমূলের সভাপতি অমিত চক্রবর্তী, সম্পাদক আব্দুর রেকিব ও শহর তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান সুশান্ত মুখার্জ্জী,যুব চেয়ারম্যান সুমন মন্ডল। অন্যদিকে রামপুরহাট ১নং ব্লকের যুব সভাপতি পান্থ দাস ও সুন্দিপুর দলীয় কার্যালয় থেকে অনুষ্ঠানের সুচনা করেন। উপস্থিত ছিলেন ১নং ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেন। পান্থদাস জানান এমনিতেই আমরা সারা বছরই মানুষের সাথে যোগাযোগ রেখে চলি। কিন্তু এখন সুবিধা হচ্ছে কেন কিছু আমাদের ভুল বা যে কোন সমস্যায় সরাসরি মুখ্যমন্ত্রী কে জানাতে পারবে সকলে। আমরা সাথে সেই জায়গায় গিয়ে খোঁজ খবর নেবো।