|
---|
খান আরশাদ, বীরভূম : জেলার অন্যান্য অংশের মতো রাজনগরেও বৃহস্পতিবার যথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালিত হল। বীরভূমের রাজনগর এলাকার বিভিন্ন সরকারী বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশবরেন্য শিক্ষাগুরু ডাঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধানিবেদন, ডাঃ রাধাকৃষ্ণনের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা, নাচ, গান ও কবিতা আবৃতি পরিবেশনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হল।
এলাকার বিশিষ্ট শিক্ষকদের সম্মাননা জানানোর পাশাপাশি কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় এদিন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও শিক্ষকদের বিভিন্ন উপহার দিয়ে সম্মান জানায়।
রাজনগর বালিকা বিদ্যালয়, রাজনগর উচ্চ বিদ্যালয়, ভারত পাবলিক স্কুল, কেরিয়ার ডাইরেকশন প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মর্যাদা ও ধুমধামের সাথে দিনটি উদযাপন করা হয়।