স্বস্তি ! ভোটের কার্ডের সঙ্গে আধার কার্ডের সময়সীমা বাড়লো

নিজস্ব সংবাদদাতা :বর্তমানে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নিয়েই ব্যস্ত সকলে। কারণ তার মেয়াদ খুব শীঘ্রই শেষ হচ্ছে। আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যেই লিঙ্ক করিয়ে ফেলতে হবে প্যান-আধার।

     

    তবে এরই মাঝে স্বস্তি! কারণ অন্য দিকে বাড়ানো হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক । এপিক অর্থাৎ কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো 31st March, 2024 পর্যন্ত।

    আসলে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করানোরও নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আর এই গুরুত্বপূর্ণ কাজেরও শেষ দিন ছিল আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ। ফলে এই সমস্ত লিঙ্ক করার কাজ নিয়ে দিশেহারা হয়ে গিয়েছে সাধারণ মানুষ। তাঁদের বড়সড় স্বস্তি দিয়ে এই সময়