বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রাক্তনী পুনর্মিলন উৎসব

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :মেদিনীপুরের বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রাক্তনীর পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো রবিবার। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর গোলক বিহারী মাজী,কলেজের আই কিউ এ সি সদস্য উদ্যোগপতি মদনমোহন মাইতি, কলেজের অধ্যাপক তথা প্রাক্তনীর সভাপতি ড.বিশ্বজিৎ সেন,রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.সুজয় কুমার মাইতি,আই কিউ এ সি সদস্য ড.সুকুমার মন্ডল, কলেজের অধ্যাপিকা কিশওয়ার বাদাকশান, সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, প্রাক্তনীর সহ সভাপতি শ্যামল কুমার মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ও কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মী বৃন্দ।

    কলেজে অধ্যক্ষ ড.মনোরঞ্জন ভৌমিকের অনুপস্থিতে স্বাগত বক্তব্য রাখেন টিচার-ইন-চার্জ অধ্যাপিকা কিশওয়ার বাদাকশান। এদিন বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন অধ্যাপক ড.সুজয় কুমার মাইতি।সারাদিন ধরে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত,নাটক, মুকাভিনয়ের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা ও অধ্যাপক অধ্যাপিকারা। পাশাপাশি স্মৃতিচারণায় অংশ নেন প্রাক্তনীরা। এদিন প্রকাশিত হয় কলেজের থিম‌ সঙ। থিম সঙ উদ্বোধন করেন জয়ন্ত সাহা। প্রাক্তন ও বর্তমান মিলে দুই শতাধিক প্রতিনিধি এদিনের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আগমনী কর মিশ্র।