নদীবাঁধে ফাটল, হেলদোল নেই সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা ব্লকের

 

    নিজস্ব সংবাদদাতা- নদী বাঁধে ফাটল , আতঙ্কে রয়েছে গ্রামবাসী ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা ব্লকের মৌসুনি পঞ্চায়েত অধীন পয়লা নাম্বার ঘেরি ও বালিয়াড়া কোটালের জলে নদীবাঁধ কয়েক কিলোমিটার ভেঙেছে l প্রশাসন কোন আধিকারিক এখানে আসে নি বলে স্থানীয় বাসিন্দারা জানান l নামখানা ব্লক প্রশাসন থেকে পাঁচ হাজার বস্তা পাঠিয়ে দায় সেরেছে এমনটাই অভিযোগ করেছে স্থানীয়রা l স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি পাশাপাশি কোটালের জলে বটতলা নদীর জল বেড়ে কয়েক কিলোমিটার নদীবাঁধ ভেঙেছে l নদীবাঁধ এতটাই ভেঙেছে, এই মুহূর্তে না সারালে আগামী কোটালে মৌসুনিদ্বীপের অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে l মৌসুনি পঞ্চায়েত কর্তৃপক্ষ জানান, তাঁদের ওই নদীর বাঁধ রক্ষা করার মতো কোনো সরঞ্জাম নেই l সেচ দপ্তর পুরোপুরি চুপচাপ l এদিকে বাসিন্দারা ব্লক প্রশাসন থেকে বিধায়ক সবাইকে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না l সাগর বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা কাকদ্বীপ মহকুমা সেচ বিভাগের মৌসুনির ইঞ্জিনিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন lতিনি শীগ্র মৌসুনি যাবেন l মঙ্গলবার ঔ এলাকায় গিয়ে দেখা গেলো, বালিয়াড়া, পয়লা নাম্বার ঘেরি অবস্থা শোচনীয় l