|
---|
সামিম হোসেন ও রবিউল ইসলাম, সাগরদিঘি : মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত সাহার সমথর্নে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সারলেন স্টার জালসা” মা” সিরিয়ালের খ্যাতনামা নায়িকা “ঝিলিক”। চারিদিকে শেষমূহুর্তের প্রচার চলছে। সাগরদিঘী বিধানসভায় রোডশো করে সুব্রত সাহার জন্য ভোট চাইলেন ঝিলিক। হুডখোলা গাড়ি ঢোকার আগে ঝিলিকের গাড়ি আসছে বলে প্রচার করা হয়।খবর পেয়ে মহিলারা বাড়ির উঠানে অপেক্ষা শুরু করেন মা সিরিয়ালের অভিনেত্রীকে নিজের চোখে একবার দেখার জন্য।দেরিতে হলেও সাগরদিঘির বিভিন্ন গ্রামে হুডখোলা গাড়ি চেপে তৃণমূলের প্রচার করেন ঝিলিক।জোর প্রচার চালাচ্ছেন জোট প্রার্থী এবং বিজেপি প্রার্থীও। এদিন সন্ধ্যায় কাবিলপুরের মথুরাপুরে একটি সভায় অংশ গ্রহণ করেন সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান বাপ্পা।