|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,শালবনী:বিদ্যালয় কর্তৃপক্ষের তৎপরতায় উদ্ধার হলো চন্দ্রবোড়া সাপ।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয় থেকে উদ্ধার হলো একটি চন্দ্রবোড়া সাপ। শুক্রবার দুপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের জন্য প্রধান শিক্ষক সহ অন্য স্টাফেরা বিদ্যালয়ে গিয়েছিলেন।তাঁরা অফিসের পাশে অষ্টম শ্রেনির একটি ঘরে একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পান।
যাকে স্থানীয় ভাষায় শিয়াল চাঁদা বলা হয়।সঙ্গে সঙ্গে স্কুলের পক্ষ থেকে গোয়ালতোড় বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা বিকেল ৪ টার দিকে বিদ্যালয়ে এসে সাপটিকে উদ্ধর করে নিয়ে যান।প্রধান শিক্ষক সুভাষ জানা বলেন, পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র্য রক্ষায় সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে,তাই সাপটিকে উদ্ধার করে পরিবেশেই ফিরিয়ে দেওয়া হলো। তিনি।আরও বলেন বিদ্যালয়ে প্রাচীর না থাকাটা তাঁদের কাছে একটা বড় সমস্যার বিষয়।