স্কুলের মধ্যে দুই শিক্ষকের হাতাহাতি হাসপাতালে ভর্তি স্কুলের ক্লার্ক

নিজস্ব প্রতিবেদক:- স্কুলের মধ্যে দুই শিক্ষকের হাতাহাতি৷ হাসপাতালে ভর্তি স্কুলের ক্লার্ক৷ গ্রেফতার এক শিক্ষক৷ যা শিক্ষা জগতের এক কলঙ্কিত অধ্যায়৷ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার৷ বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত অজয়পুর হাইস্কুল৷ ওই দিন স্কুলে দেরীতে পৌঁছানোকে কেন্দ্র করে স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক ও সহকারী এক শিক্ষকের মধ্যে শুরু হয় বচসা৷ পরে তা হাতাহাতিতে রূপ নেয়৷ শিক্ষকদের মারপিট থামাতে গিয়ে গুরুতর আহত হন স্কুলের ক্লার্ক৷ এই খবর প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে শিক্ষা মহলে৷ এই ঘটনায় আহত হন স্কুলের প্রধান শিক্ষক আশিস গড়াই। যদিও প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং ক্লার্ক অভিজিৎ ভাণ্ডারীকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ ঘটনা সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক আশিস গড়াই জানালেন,গত বৃহস্পতিবার ভুগলের শিক্ষক দেবাশীষ খাগ নির্ধারিত সময়ের পর স্কুলে এসে উপস্থিত হন৷ কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী দেরিতে আসায় তাঁকে শিক্ষকদের হাজিরার খাতা না দেওয়ায় আমার উপর রেগে যান৷ বিষয়টি গড়ায় থানা পর্যন্ত৷ স্কুলের প্রধান শিক্ষক সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে শুক্রবার সিউড়ি আদালতে পেশ করে। ধৃত শিক্ষককে জেল হেফাজতে পাঠানো হয় এবং চারদিন পর তাকে পুনরায় আদালতে পেশ করা হবে বলে আদালত সূত্রে খবর৷ যদিও প্রধান শিক্ষকের সঙ্গে অন্যান্য শিক্ষকদের মধ্যে অথবা সহকারি শিক্ষকদের মধ্যে ঝামেলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও অনেকবার এই ধরনের খবর প্রকাশ্যে এসেছে৷