স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে খন্ডঘোষের বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা।

লুতুব আলি, নতুন গতি : স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে খন্ডঘোষের বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে খন্ডঘোষ উচ্চ বিদ্যালয় এক আলোচনা সভা এবং ডায়েট ক্যাম্প ও বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয়। মূলত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করে ক্যান্সার প্রতিরোধের পথ মসৃণ করার লক্ষ্যেই সংস্থার এই উদ্যোগ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট রেডিয়েশন অংক লজিস্ট ডাক্তার নবীন কুমার, বিশিষ্ট পুষ্টি শিক্ষক প্রলয় মজুমদার, বিশিষ্ট ডায়েটিশিয়ান অমৃতা হাজরা এবং পুষ্টিবিজ্ঞানের ছাত্রী দেবশ্রী পাল। সরকারিভাবে জানুয়ারি ৮ তারিখ পর্যন্ত পালিত হচ্ছে স্টুডেন্টস উইক। এই সপ্তাহের বিশেষ দিনে খন্ডঘোষ উচ্চ বিদ্যালয় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা টি ও বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল এই আলোচনা সভা। এরই সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডায়েট ক্যাম্পের আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের ডায়েট ও দৈনন্দিন জীবনে তার ভূমিকা নিয়ে বলেন ডায়েটিশিয়ান অমৃতা হাজরা, বয়সন্ধিকালে সমস্যা নিয়ে বলেন পশ্চিমবিজ্ঞানের ছাত্রী দেবশ্রী পাল ও প্রতিকার নিয়ে বলেন বিশিষ্ট পুষ্টি শিক্ষক তথা সংস্থা সম্পাদক প্রলয় মজুমদার। ক্যান্সার ও প্রতিকার নিয়ে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বলেন ডাক্তার নরেশ কুমার ও কল্যাণী রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস মন্ডল বলেন, বয়সন্ধিকালে সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা ছাত্র-ছাত্রীদের জন্য খুব উপকারী হয়েছে যা তাদের ভুল ধারণা কাটিয়ে স্বাস্থ্য সচেতন করতে সাহায্য করবে। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, প্রতিটি স্কুলেরই এমন সচেতনতা শিবিরের আয়োজন করা উচিত ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে। বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপহারস্বরূপ বই প্রশংসাপত্র দেয়া হয়। উপস্থিত ছিলেন ডায়েটিশিয়ান অমৃতা হাজরা, নার্গিস লায়েক, ঐন্দ্রিলা সাধুখা, স্বর্ণশ্রী চ্যাটার্জি, সুদীপ দাস, জয়ী সাহা সহ অন্যান্য সদস্য সদস্যরা। এদিনের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে সফল হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত সকলেই ভুয়সী প্রশংসা করেন। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন বিদ্যালয় স্তরে এই ধরনের সচেতনতা শিবির খুবই জরুরী।