|
---|
দেবজিৎ মুখার্জি: বৃহস্পতিবার ধস নেমে কুলুতে ভেঙে পড়ল সাতটি বহুতল। কেউ হতাহত হয়েছেন কিনা খোঁজ করে দেখছে প্রশাসন। প্রকাশ্যে এসেছে ভয়াবহ ধসের ভিডিও।
মৌসম ভবন সূত্রে খবর, উত্তর ভারতের দুই রাজ্যে এখনই ক্ষান্ত দিচ্ছে না দুর্যোগ। ফের কমলা সতর্কতা জারি হয়েছে সেখানে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমাচলের ৬টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এর মধ্যে রয়েছে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র শিমলাও। এছাড়াও সিরমাউর, কাংড়া, চাম্বা, মান্ডি, হামিরপুর, সোলান, বিলাসপুর এবং কুলতে দুর্যোগের সতর্কতা জারি হয়েছে।