|
---|
সজল দাশগুপ্ত : ফুটবল মানেই ব্রাজিল, গোটা বিশ্ব সাম্বা ফুটবল দেখার জন্য সব সময় আচ্ছন্ন থাকে। রোমারিয়া থেকে রোনাল্ডো, কাকা থেকে নেইমার ফুটবল ভক্তরা এদের খেলা দেখতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ অনুভব করেন। এতদিন যে নেইমারের খেলা আমরা টেলিভিশনের পর্দায় দেখে এসেছি, এবার কিন্তু স্বচক্ষে নেইমারের খেলা দেখার সুযোগ রয়েছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল,
জল্পনার অবসান, এ এফ সি কাপে মুম্বাই সিটিএফসির মুখোমুখি হচ্ছে আল হিলালের। বৃহস্পতিবার এএফসি কাপের ড্র ছিল, বৃহস্পতিবার ড্র হয়ে যাবার পর সেই জল্পনায় শীল-মোহর লেগেছে। এএফসি কাপে একই গ্রুপে আল হিলাল ও মুম্বাই সিটি। আল হিলালের হয়ে ভারতে খেলতে আসতে চলছেন সাম্বা সুপারস্টার নেইমার। প্রসঙ্গত এএফসি কাপের মূল পর্বের খেলা শুরু ১৮ সেপ্টেম্বর ।