জঙ্গির হুমকি দিয়ে মুসলিম যুবককে আটক শিয়ালদহ রেল পুলিশের

সাইফুদ্দিন মল্লিক : ইচ্ছাকৃতভাবে মুসলিম যুবককে হেনস্তা শিয়ালদহ রেল পুলিশের। এমনকি জঙ্গি অভিহিত দ্বারা চার্জসিট তৈরি করে গ্রেফতার করার হুমকিও দিয়া হয়। মুসলিম যুবককে জঙ্গি বলে ভয় দেখিয়ে তিন ঘন্টা আটক রাখে রেল পুলিশ।

    গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার জয়নগর থেকে ট্রেন ধরে পার্কসার্কাসে আসে নুরুল মিস্ত্রি(২৭ ),পার্কসার্কাসে কাজ মিটিয়ে বাড়ি ফিরার উদেশ্য নিয়ে রাত্রি নয়টা তিরিশের নামখানা গ্যালপিন ধরার জন্য শিয়ালদহ যায় (যেটা পার্কসার্কাসে দাঁড়ায় না )। হটাৎ দুই আরপিএফ পুলিশ (এক মহিলা এক পুরুষ )আটক করে নুরুল মিস্ত্রিকে, সময় রাত্রি নয়টা বেজে আঠারো মিনিট। আটক করেই বলতে থাকে তোর টার্গেট কি, কোথায় এসেছিস, এতো রাত্রে এসেছিস কেনো ? নুরুলের কথাতে ভয়ে স্তম্ভ হয়ে পড়ি, শরীর হাত পা কাঁপতে থাকে। টিকিট, ভোটার কার্ড, অন্য পরিচয় পত্র সাথে যা ছিল দেখানোর পর উক্ত পরিচয় পত্র এবং টিকিট কেড়ে নিয়ে নিয়ে  নুরুলকে বলে ২০০ টাকাদে ছেড়ে দিয়া হবে। নুরুল বলে আমার অপরাধ কি টাকা দিতে হবে, প্রতিউত্তরে বলা হয় মোবাইল সিজ করে চার্জসিট দিয়ে লকআপে চালান করবো। কয়েক মিনিট পরে কলআপের কাছে নিয়ে আসে, যুক্ত হয় আরো দুই আরপিএফ পুলিশ। তারা এক সাথে বলতে থাকে সামনে পূজা আছে নামে মুসলিম যে কোন অভিযোগ দিয়ে আটকা রাখলে মুখরোচক খবর হয়ে দাঁড়াবে এবং আমাদের তারিফ ও পদোন্নতি ঘটবে।

    তিন ঘন্টা লকআপে আটক রেখে সাড়ে এগারোটার পর ছাড়া হয় নুরুলকে। সম্ভবত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার দৌলতে। শিয়ালদাহ RPF হ্যাসত্যাগ দ্বারা ঘটনার বিবরণ দিয়ে পোস্ট করে নুরুল, সেই পোস্ট ছড়িয়ে পড়ে এবং সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠে। আইসিস তালিবান জামাত জঙ্গি ধরা পড়েছে পূজাতে,  কলকাতাতে হামলার ছক বানচাল করলো আরপিএফ। এই খবর প্রিন্ট মিডিয়া ও টিভি নিউজে হতে গিয়েও হলো না! স্নাতক যুবক নুরুল উপস্থিত বুদ্ধিতে জঙ্গি হওয়া থেকে মুক্তি পেল । অন্যদের মতো ১০ ১৫ ২০ বছর জেল খাটা থেকে মুক্তি বাঁচল এবং একটি পরিবার রক্ষা পেল রাস্ট্রীয় সন্ত্রাসের হাত থেকে।