|
---|
শিলিগুড়ি: শ্যাম স্টিল উইন্টার কার্নিভাল -র শুভ সূচনা হল আজ সকালে। দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে আজ সকালে এই কার্নিভালের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান শ্রী গৌতম দেব এবং শিলিগুড়ি শহরের অন্যতম বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার স্বপন দাস।তিনি জানান আজ থেকে শুরু হওয়া এই কার্নিভালে থাকছে নানান ধরনের আকর্ষনীয় ক্রীড়া প্রতিযোগীতা,থাকছে ক্রীকেট থেকে যোগব্যায়াম টেবিল টেনিস থেকে ব্যাডমিন্টন সবকিছুই।গৌতম দেব জানান এই কার্নিভালে অংশগ্রহন করতে পারবে শিলিগুড়ির সমস্ত মানুষ।আশাকরি শিলিগুড়ির সমস্ত মানুষ আসবেন এখানে প্রতিযোগিতায় অংশ নিতে।আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রায় তিনশো মানুষ।