|
---|
নিজস্ব সংবাদদাতা: কায়া কল্প প্রকল্প এবং পরিবেশবান্ধব বিভাগে রাজ্যের সমস্ত হাসপাতাল কে পেছনে ফেলে দিয়ে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ি জেলা হাসপাতাল। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে এই ফলাফল ঘোষণার পরে সাময়িকভাবে উৎসাহিত হয়ে পড়েন শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
কায়াকল্প প্রকল্পের অধীনে রয়েছে মোট আটটি বিভাগ যার মধ্যে রোগী পরিষেবা সহ আরো অন্যান্য বিভাগ রয়েছে। কায়াকল্প বিভাগে প্রথম হওয়ার জন্য পুরস্কার মূল্য ২৫ লক্ষ টাকা, এছাড়া পরিবেশ বান্ধব বিভাগে প্রথম হওয়ার জন্য পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা। শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুরস্কার এর অর্থ হাসপাতালের পরিকাঠামের উন্নয়ন ও রুগী পরিষেবার ক্ষেত্রে ব্যয় করা হবে।