শীতবস্ত্র বিতরণ ও নবীন রক্ত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রতি বছরের ন্যায় এ বছরও মুর্শিদাবাদের সাগরদিঘী এস. এন. হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় এবং সাগরদিঘী থানার বিশেষ সহযোগিতায় এক বর্ণাঢ্য শীতবস্ত্র বিতরণ পাশাপাশি নবীন রক্ত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। ১৯ শে ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ রহমতুল্লাহর উদ্বোধনী সংগীত এবং বিশিষ্টদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন ট্রাস্টের অন্যতম সদস্য সুমন শরীফ। এদিন প্রায় ১৮০ জন নবীর রক্ত যোদ্ধাদের একটি করে উপহার সহ সংবর্ধিত করা হয় সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে, এবং ১৭০ জন দুঃস্থ অসহায়দের শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত, নাটিকা ইত্যাদি ছিলো চোখে পড়ার মতো, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সুব্রত সাহা মহাশয় এর পুত্র তথা অধ্যাপক সপ্তঋষি সাহা, সাগরদিঘীর ভারপ্রাপ্ত ওসি শ্রী সুমিত বিশ্বাস, কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাগরদিঘী এস. এন. হাই স্কুলের প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, নাট্যকার রবীনদত্ত, মুর্শিদ সারোয়ার জাহান, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, রহমতুল্লাহ, সুমন শরীফ সাহিন হোসেন প্ৰমুখ। প্রত্যেক বিশিষ্ট অতিথিদের ভাষণে উঠে আসে সাগরদিঘীর মধ্যে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট অন্যতম খুব অল্প দিনের মধ্যে মানুষের মধ্যে পরিচয় ঘটিয়েছে পাশাপাশি সমাজসেবামূলক কাজের মধ্যে, যেমন প্রত্যেকদিন মুমূর্ষু রোগীকে রক্তদান থেকে শুরু করে শীতর্তদের শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে অসহায়-দুস্থদের মুখে খাবার তুলে দেওয়া পর্যন্ত সবটাই তারা রীতিমতো করে থাকে। বিশিষ্টরা আরও বলেন এর পিছনে সাগরদিঘী থানার ওসি শ্রী সুমিত বিশ্বাস মহাশয় এর বিশেষ সহযোগিতা আছে। পাশাপাশি সাধ্য মতো আমাদেরও সহযোগিতা থাকবে ট্রাস্টের প্রতি। অসহায় ব্যক্তিরা শীতবস্ত্র পেয়ে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস কে অজস্র ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি সকলের সার্বিক মঙ্গল কামনা করেছেন। সমগ্র অনুষ্ঠানটি সুকারুরূপের সঞ্চলনা করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মির্জাজজবুল।