|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি সংলগ্ন ঘোষপুকুর থেকে উদ্ধার ৩০ কোটি টাকার সাপের বিষ। ঘোষপুকুর বনদপ্তরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করেছে সাপের বিষ। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, আটক হওয়া ব্যক্তি উত্তর দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার বিষয় জানা গেছে গোপন সূত্রের খবর পাবার পর ঘোষপুকুর বনদপ্তর এর আধিকারিকরা ৩১ নম্বর জাতীয় সড়কে একটি মোটরসাইকেলে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে ৩০ কোটি টাকার সাপের বিষ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।