|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রবিবার (29.06.2020) সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে মাস্ক সহ সামাজিক দূরত্ব বজায় রেখে ও লকডাউনের সমস্ত নিয়ম মেনে এলাকায় ঘুরে দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের অর্থাৎ উস্তি থানার অন্তর্গত শেরপুর বাজারে “আন্তরিক”নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভারত – চীন সংঘর্ষের জেরে শহীদ হওয়া ২০ জন বীর সন্তানগনের শ্রদ্ধাজ্ঞাপন ও সমবেদনা প্রকাশের পাশাপাশি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল।
চীনের বর্বর আক্রমণে যে সমস্ত দেশ প্রেমিক সেনা কর্মী ও সেনা আধিকারিকরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশের লক্ষ্যে এই আয়োজন।বীর যোদ্ধা দের স্যালুট জানিয়ে মোমবাতি নিয়ে পদ যাত্রা এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। “আন্তরিক” নামক এই অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক ও আন্তরিক প্রচেষ্টায় প্রায় দুই হাজার দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের হাতে শুকনো খাবার, মাক্স,সাবানসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।এছাড়াও “বেস” নামক অন্য এক স্চ্ছোসেবী সংগঠন এই সংগঠনের বিশেষ কয়েকজনকে নিয়ে এলাকায় ত্রাণ ও অন্যান্য বহু কাজ করেছে।
এই কঠিন পরিস্থিতিতে মানুষকে সেবা দিতে পেরে সংগঠনের সকলে খুবই উচ্ছ্বসিত। সংগঠনেরা পক্ষ থেকে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে ও অন্যান্যদের আগামী দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এই সংগঠনের সাথে যুক্ত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানানো হয়েছে।আগামী দিনে সুন্দরবন, গোসাবার মত প্রত্যন্ত বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেওয়া নিয়ে প্রতিজ্ঞা বদ্ধ ও সেইভাবে সংগঠনের প্রস্তুতি চলছে।