|
---|
লুতুব আলি : সোদপুর থেকে প্রকাশিত হল শারদ ই পত্রিকা পাঞ্চজন্য। প্রতিষ্ঠাতা অর্ণব মুখার্জি পরিচালিত কৃতিকণা সম্পাদিত, নীলোৎপল মান্না নির্মিত, কলমে মিতালী সাহিত্য পরিবারের এই পত্রিকার শারদ ই র আনুষ্ঠানিক প্রকাশ হল সোদপুর লোকসংস্কৃতি ভবনের নজরুল মঞ্চে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, লাল পাহাড়ির দেশে বিখ্যাত গানের রচয়িতা বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী, দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার তথা কাজী নজরুল ইসলামের নাতনি সোনালি কাজী, বিশিষ্ট সংগীত শিল্পী কল্লোল কাজী। প্রদীপ সরকার সম্পাদিত শারদ সংখ্যা উড়ান কথার প্রচ্ছদ উন্মোচিত হল একই দিনে। এছাড়াও প্রকাশিত হয় গল্পকার কৃষ্ণা পালের মনস্বিতা ও গল্পকার কাবেরী দাস মহাপাত্রের ছেলেবেলার দিনলিপি। এক সাক্ষাৎকারে কৃতি কণা জানান, এই পত্রিকার শারদ ই এর সংস্করণ থেকে যে অর্থ আসে তার পুরোটাই দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে দরিদ্র নারায়ণ সেবা করা হয়। এদিনের অনুষ্ঠানে সোনালী কাজী নজরুল ইসলামের নানান-অজানা কথা ও মাধুর্যময় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। এই অনুষ্ঠানে যে সমস্ত কবিরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সঞ্জয় কুমার দাস, নীল আকাশ, অঞ্জনা চক্রবর্তী, লোপামুদ্রা কুণ্ড, মানিক মাঝি, নিবিড় সাহা, দেবনাথ চক্রবর্তী, অদিতি চক্রবর্তী, ইন্দ্রানী ভট্টাচার্য, দেবাঞ্জলি সেন, দীপঙ্কর সরকার, জয়দেব চক্রবর্তী, অধ্যাপক অরুন কুমার পাল, নাট্য ব্যক্তিত্ব সমীর মাঝি, বাচিক শিল্পী দম্পতি তপতী ভট্টাচার্য ও নিতাই ভট্টাচার্য প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃতি কণা।