|
---|
মালদা: বাড়ির গেট খুলতে দেরি করায় ছেলের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ বাবা-মা। ঘটনাটি ঘটেছে গাজোল থানার বৈরগাছি এলাকায়। গুরুতর জখম বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে জিল্লু রহমান। এই ঘটনায় গাজোল থানা অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বৃদ্ধ দম্পতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধ দম্পতির নাম আব্দুল খালেক (৫৫) এবং মনোয়ারা বিবি (৫০) । দুজনের মাথায় আঘাত পেয়েছেন। বৃদ্ধ দম্পতি জানিয়েছেন, এদিন তার ছেলে দরজায় বাড়ি মারছিল । দরজা খুলতে সামান্য দেরি হওয়ায় কাঠের চপার দিয়ে তাদের উপর হামলা করে । দুজনকে বেধড়ক মারধর করা হয়। তাদের আর্ত চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ছেলে জিল্লু রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।