সংখ্যালঘু সেলের রক্তদান শিবির কোতুলপুর শিহাস মোড়ে

নিজস্ব সংবাদদাতা,কোতুলপুর : ২৯ শে আগষ্ট শনিবার,কোতুলপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে ও মামরুচক – সরিষাদিঘী বুথ কমিটির ব্যাবস্থাপনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় কোতুলপুর শিহাস মোড়ে। অনুষ্ঠানের শুরুতেই কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর রক্তদাতাদের হাতে ফলের চারা তুলে দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি – সভাপতি সেখ আজফার হোসেন ও পঞ্চায়েত সমিতির সভাপতি মজফফর মিদ্যা। এদিনের রক্তদান কর্মসূচিতে উপস্থিত সকল অতিথি তাঁদের বক্তব্যে রক্তদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। উদ্যোক্তা ও ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর হালিম খান বলেন,আজ আন্তর্জাতিক মাতৃত্ব দিবস সেইসঙ্গে আরবি বছরের প্রথম মাস মহররমের গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে আমরা বেছে নিয়েছি কারণ রক্তদান হল মহৎ কাজ। তাই রক্তদানের মতো একটি মহৎ কাজের জন্য গুরুত্বপূর্ণ দিনটিকে বেছে নিয়েছি। এদিন উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ রামিজা বেগম, শম্ভু হাটি,সুকুর আলী, সাদেক আলী খান,উপস্থিত প্রধান ফারুক মেহতাব মিদ্যা ও যুব তৃণমূল সভাপতি জাহাঙ্গীর সহ বিশিষ্ট জন। রক্ত সংগ্রহ করতে আসেন বাঁকুড়া জেলা মেডিক্যাল কলেজের টিম। এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৩৫ জন রক্তদান করেন। কমিটির পক্ষ থেকে রক্তদানকারি প্রত্যেকের হাতে একটি করে ফলের চারা তুলে দেওয়া হয়।