|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে বাঙালীর বড়ো উৎসব, আনন্দ উৎসব- দূর্গোৎসব। আনন্দ উৎসব ঘিরে কোথাও কোনো নিরানন্দের সম্মুখীন যেন না হতে হয় তার জন্য পুলিশ প্রশাসন ও দূর্গা পূজা কমিটির উদ্যোক্তা সহ বিশিষ্ট জনদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানার সভাকক্ষে শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন মূলত পূজার অনুমতি তথা লাইসেন্স, প্যান্ডেল,অগ্নিনির্বাপক ব্যবস্থা, ফায়ার বিগ্রেডের গাড়ি ঢোকার রাস্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা,পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা, সরকারি নিয়মকানুন মেনে চলা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।এছাড়াও যেকোনো ধরণের অসুবিধার সম্মুখীন হলে কিম্বা আগাম কোনো আশঙ্কা থাকলে পুলিশের কাছে সরাসরি খবর দেওয়া।
মন্ডপে মন্ডপে সিভিক ভলিন্টিয়ার ও পুলিশ থাকবে তাছাড়া পুলিশের গাড়ি রাউন্ড মারবে ।এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দের সাথে পূজা উপভোগ করার আহ্বান জানানো হয় সভা থেকে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মন্ডল, এস আই রঞ্জিৎ কুমার মন্ডল, এস আই প্রশান্ত ঘোষ, এএসআই প্রশান্ত রায়, দমকল বিভাগের আধিকারিক সহ লোকপুর থানা এলাকার প্রত্যেক পূজা কমিটির সদস্য ও স্থানীয় সমাজসেবীগন।