আটার প্যাকেটে লুকোনো ১০ কোটির হেরোইন, কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স

নতুন গতি নিউজ ডেস্ক : সূত্র মারফত খবর এসেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের দপ্তরে। কলকাতার বুকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের হাতবদল হবে। খবর পেয়ে, ১৬ ফেব্রুয়ারি বিকেলবেলায় মানিকতলার ক্যানাল ওয়েস্ট রোডের পাশে পৌঁছে গিয়েছিল এসটিএফের টিম। সমস্ত অফিসারেরাই ছিলেন সাদা পোশাকে।

    বিকেল ৪টে নাগাদ রাস্তায় দেখা মেলে একটি গাড়ির। সেই গাড়িকে আটকান এসটিএফের অফিসারেরা। শুরু হয় তল্লাশি। গাড়িতে এমনিতে কিছুই মেলেনি, শুধু দেখা যায় কয়েকটা আটার প্যাকেট। একদম ঠিকঠাক সিল করা, যেমন আটা-ময়দার প্যাকেট হয়। কিন্তু সেই প্যাকেটের মুখ খুলতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে। দেখা যায়, আটার বদলে সবক’টি প্যাকেটেই ভরা রয়েছে নিষিদ্ধ মাদক। মোট ২.৫৪৫ কেজি হেরোইন। আন্তর্জাতিক চোরাবাজারে যার দাম প্রায় ১০ কোটি টাকা।

    সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় গাড়িচালক তথা কুখ্যাত মাদক-পাচারকারী জসিমুদ্দিন মণ্ডলকে। জসিমুদ্দিন নদীয়ার বাসিন্দা। কলকাতাতেও মাদক-ব্যবসার জাল পেতেছিল সে। ব্যবসা জমেও উঠছিল। কিন্তু শেষরক্ষা হল না।