শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী

    আবু সালেহ মুসা,ফুরফুরা শরীফ: শ্রীলঙ্কার হোটেল সহ গীর্জায় প্রার্থনারত নীরিহ মানুষের উপর বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন ফুরফুরা শরিফ আহলে সুন্নাতুল জানাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী।

    সংবাদসুত্রে পাওয়া খবর অনুযায়ী দুইশত জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছে তাঁর মধ্যে তিনজন ভারতীয় এবং আহত প্রায় চার শতাধিক নীরিহ মানুষ। তিনি এই বিষয়ে বলেন যে কোনো ধর্মই নীরিহ মানুষকে হত্যার যারা এই বর্বরোচিত মানবতা বিরোধী সন্ত্রাসী হামলা করেছেন তাঁরা হলো ধর্মের নামে কলঙ্ক, কখনই তাঁরা ধার্মিক নন।

    সন্ত্রাসবাদী হামলার নিহত মানুষদের জন্য ও আহতদের দ্রুত আরোগ্য কামনার জন্য দোওয়া করেন এবং সমগ্র বিশ্বের মানুষের নিকট আহ্বান করেন মানবতা রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার, করতে হবে।