শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস বিশাল সমাবেশ

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : বাইশে জানুয়ারির পাল্টা প্রতিবাদ সভা এবার জোরাফুল শিবিরের। সামনেই পঞ্চায়েত ভোট। আর সেই ভোটকেই পাখির চোখ করে মশাটের মাটিতে দাঁড়িয়ে মিঠুন ও সুকান্তের যুগলবন্দি দেখেছিল হুগলিবাসী। তার আটচল্লিশ ঘন্টার মাথায় বিরোধী শিবিরকে পাল্টা জবাব দিল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষকে আরো সংঘবদ্ধ করতে মঞ্চে এদিন ছিল চাঁদের হাট। পরিবহন মন্ত্রী স্নেহশিস চক্রবর্তী থেকে শুরু করে শ্রম মন্ত্রী বেচারাম মান্না, চন্ডিতলার বিধায়ক স্বাতী খন্দকার থেকে শুরু করে ধনেখালীর বিধান সভার বিধায়ক অসীমা পাত্র। এছাড়াও অরিন্দম গুইন, রুনা খাতুন সহ উপস্থিত হন চন্ডিতলা এক ও দুইয়ের প্রতিটি নেতৃবৃন্দ। এদিন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বঞ্চনার প্রতিবাদ মুখ্য বিষয় হলেও প্রতিটি নেতৃত্বের কথায় উঠে আসে মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গ। এদিন স্নেহশিস চক্রবর্তীর কথায়, যতই মিটিং করুন না কেন এই হুগলিবাসী শখ করে জলঢরা কিংবা গোখরো সাপ মানুষ ঘরে তোলেন না।