২৭তম যাত্রা উৎসবের উদ্বোধন রাজ্য 25 January 2023 by নতুন গতি আয়ুব আলি : উওর২৪পরগনা র বারাসাত কাছারি ময়দানে ২৭তম যাত্রা উৎসবের উদ্বোধন হল।উপস্থিত ছিলেন এ কে এম ফারহাদ কর্মাধ্যক্ষ জেলা পরিষদ,বীনা মন্ডল সভাধিপতি জেলা পরিষদ, নারায়ন গোস্বামী বিধায়ক, জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ।