স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের প্রশিক্ষন দিয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধি,নতুন গতি, মানিকচক: মহিলারা এখন নিজের পায়ে দাঁড়াতে তারা স্বচেষ্ট। তাঁরা ঘরে বসে না থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হচ্ছেন। রোজগারের দিকে ঝুঁকছেন। প্রসঙ্গত, বেকার যুবক যুবতীদের ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের  স্বনির্ভরতার লক্ষে ৯ অক্টোবর ২০০৯ জেলার একমাত্র প্রতিষ্ঠান চালু হয়।  জেলার বিভিন্ন ব্লকের 29 জন স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক লিঙ্কেজ সিএসপিদের নিয়ে ওয়ান জি পি ওয়ান সখি মিশনের অন্তর্গত ব্যাঙ্ক মিত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং শংসাপত্র তুলে দেওয়া হয়।

    এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচক গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ সংস্থার পরিচালক সমীর দাস, প্রশিক্ষক কৌশিক বিশ্বাস  প্রমুখ। সংস্থার পরিচালক সমীর দাস বলেন, ‘‌আমাদের এখানে প্রশিক্ষণের গুরুত্ব দিনকে দিন বাড়ছে। বিশেষ করে মহিলারা স্বনির্ভর হতে ছুটে আসছে এখানে। অনেক  স্বনির্ভর গোষ্ঠী মহিলারাও প্রশিক্ষন গ্রহণ করছেন।   এখানকার প্রশিক্ষিত অনেকেই এখন বেশ রোজগার করছেন। সংস্থার তরফে শংসাপত্র তুলে দেওয়া হয়।