শিয়ালদহ ও লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন চালু হলো পুনরায় ।

 

    শিয়ালদহ ও লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন চালু হলো পুনরায় ।

    নতুন গতি, এস ইসলাম,মুর্শিদাবাদ:পুনরায় যাত্র শুরু করল হাজারদুয়ারী এক্সপ্রেস,এন আর সি ও সি এ বি বিরোধী আন্দোলনের সময় উত্তেজিত জনতা মুর্শিদাবাদের বিভিন্ন জাগায় আগুন ধরিয়ে দেয় এমনকি কৃষ্ণপুর রেল স্টেশনে.আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি ট্রেনে ও বাসে।সেই আগুনে হাজারদুয়ারী এক্সপ্রেস ট্রেনটিও সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। তার পর থেকে রেল কর্তিপক্ষ অনির্দিষ্ট কালের জন্য ট্রেন চলাচল বন্ধ করে। গত ১৪ ডিসেম্বর থেকে বন্ধ থাকার পরে আজ আবার পুনরায় সেই ট্রেন চালু করা হল। মুর্শিদাবাদ রেলওয়ে কর্তিপক্ষো মিষ্টি হাতে দাড়িয়েছিল স্টেশনে ট্রেনের ড্রাইভার গার্ডা প্রত্যকে মিষ্টি মুখ করান । এই ট্রেন চালু হওয়ার জন্য অনেক সুবিধা হলো আবার মুর্শিদাবাদ জেলার বাসির ও যারা ঘুরতে আসেন নবাবী শহরে।