মালদার চাঁচলে মাস্ক পরা নিয়ে উত্তেজনা ছড়াল হাসপাতালে

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: মাস্ক পরা নিয়ে উত্তেজনা ছড়াল হাসপাতালে। যেখানে মানুষের অন্তিম ভরসা। বুধবার এমনই চাঞ্চল‍্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায়, এদিন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত‍্যু বার্ষিকি স্মরণে চাঁচল ১ নং ব্লক ছাত্র পরিষদের উদ‍্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চাঁচল হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কে তাদের রক্তদান প্রক্রিয়া সেই সময় অব‍্যাহত ছিল।

    সেই মুহুর্তে একজন ছাত্র পরিষদের সদস‍্য রক্ত দিয়ে বের হলে হাসপাতালের গেটে এক সিভিক কর্মী মৃদু লাঠি চার্জ করে বলে অভিযোগ। এনিয়ে ব‍্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ছাত্র পরিষদের দাবী আমাদের সংগঠনের ছেলেকে পুলিশ মারল কেন? তারা উত্তেজিত হয়ে টানা ঘন্টা খানেক ধরে বিক্ষোভ দেখাতে থাকে হাসপাতালে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। এবং পুলিশকে ঘিরে রাখে এবং পুলিশ গাড়ীকেও আটকে রাখে বলে অভিযোগ।পুলিশের দাবী, রক্তদান মহৎ দান। তবে এইভাবে অসচেতন ভাবে বিনা মাস্কে একজন হাসপাতাল থেকে বের হচ্ছিল। থাকে শুধু প্রশ্ন করা হয়েছিল মাস্ক নেই কেন তোমার? তাতেই উত্তেজিত হয়ে তারা গন্ডগোল বাধায় বলে দাবী পুলিশের। মারধরের ঘটনা ভিত্তিহীন বলে দাবী পুলিশের। পুলিশ এই মহামারীর সঙ্কটজনক মুহুর্তে সমাজের স্বার্থে দিবারাত্র পরিষেবা দিয়ে যাচ্ছে। তাতেও যদি সমাজ পুলিশকেই বদনাম করে সেটা আশা করা যায় না। দুঃখ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস।