|
---|
বেতন বৈষম্য দূরীকরণ, ৬৫ বছর পর্যন্ত চকুরি, রাজ্য পে স্কেল চালুর দাবিতে বিকাশ ভবন অভিযান করল স্টেট এডেড কলেজ টিচার্স
নতুন গতি প্রতিবেদক : আজ CUTAB বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলো বেলা দুটো নাগাদ বিধানসভার সামনে। CUTAB স্লোগান সহকারে মিছিল শুরু করলে বিশাল পুলিশ বাহিনী বিধান সভার ২নম্বর গেট এর সামনে মিছিলের গতিরোধ করে। এরকম কঠিন সময়ে অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে SACT অধ্যাপকদের বঞ্চনার প্রতিবাদে CUTAB এই আন্দোলনের ডাক দিয়েছিল।
SACT সম্পর্কিত সমস্ত অর্ডার সম্পূর্ণরূপে এখনও বাস্তবায়িত হয়নি এক এক কলেজে এক এক রকম বেতন, একই ওয়ার্কলোড, এক পদমর্যাদা, একই যোগ্যতা হওয়া সত্ত্বেও কোনো অধ্যাপক পাচ্ছেন ৩৩০০০, কেউ পাচ্ছেন ২৭০০০, কেউ বা ২৫০০০। ৩০ বছর পড়িয়েও সিনিয়র শিক্ষকরা চূড়ান্তভাবে বঞ্চিতই থেকে গেলেন, তাঁদের অভিজ্ঞতার কোনো দামই দিচ্ছেনা পশ্চিমবঙ্গ সরকার। এক বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেলো, জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ র বেতন যা আমাদের এরিয়ার হিসেবে পাওয়ার কথা বাস্তবে তা কবে পাবো, কেউ সদুত্তর দিচ্ছেন না। লিভ রুল সহ সমস্ত SUBSEQUENT অর্ডার কবে প্রকাশিত হবে, তা নিয়েও সদুত্তর পাওয়া যাচ্ছে না বিকাশ ভবনের আধিকারিকদের কাছে তাই অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করে সকল SACT II অধ্যাপকদের ১০ বছর অতিক্রান্ত হলে সমান বেতন প্রদান সহ ৬৫ বছর চাকুরীর সুযোগ, সর্বোপরি সকল SACT I এবং II অধ্যাপক, অধ্যাপিকাদের অভিজ্ঞতা ও যোগ্যতার নিরিখে Assistant Professor দের Basic Pay কে Pay Scale হিসেবে দেওয়া, M.Phil, Old Regulation Ph.D, M.TECH ও NET/SET হয়না এমন Subject এর SACT II দের SACT I Category তে উন্নত করার দাবিতে আজ CUTAB এর ডাকে এই বিধানসভা অভিযান ছিল। এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষন CUTAB এর আন্দোলন চলবে বলে তাঁরা জানান।